Bengali Poem – Gurudeva PurnaBrahma

Poem in Bengali গুরুরেব পরমব্রহ্ম

গুরুরেব পরমব্রহ্ম

অনন্ত ধরার বুকে
লক্ষ প্রান তাপিত হৃদয়
জীবনের লক্ষ্য খোঁজে
ক্লীবতায় ক্রমাগত ক্ষয়।
প্রতিদিন জীর্ন করে
ডুবে থাকে ঘন অন্ধকারে।
দিন কাটে নাভিশ্বাসে
খন্ডিত বিশ্বাসে
নিত্য খোঁজে জীবনের
সঠিক ঠিকানা।
দীর্ণ হয়, জীর্ণ হয়
অবিশ্বাসে হয় অবনত।
তখনই তোমার কৃপা
অহৈতুকী প্রেম হয়ে
মুছে দেয় অন্ধকার
পূর্ণ শশী জোছনার মতো।
তারপর পুণ্য প্রান কৃপাধন্য আত্মার বৈভব
অবলোকিতেশ্বর,
তোমার ইচ্ছায়
শুদ্ধ -বুদ্ধ-মুক্ত আত্মা মুক্তির আশায়
তোমার ই শরণাগত হয়ে
জেগে রয় দিব্য জ্যোতি।
প্রানে বাজে মুক্তির গান।
তোমারই অনন্ত স্নেহে
হে গুরু,হে মহান
হে অনন্ত ,হে মহা প্রান।

(শ্রীমৎ স্বামী ভূতেশানন্দ মহারাজের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে)

Written / Submitted By: Mridul Mukherji (মৃদুল মুখোপাধ্যায়) India.

[siteorigin_widget class=”WP_Nav_Menu_Widget”][/siteorigin_widget]

узнайте подробности об онлайн казино Вавада: лицензии, разнообразии предложений, безопасности. Научитесь об

How to play jet-x/ - real money game strategy! How to play jet-x/ - real money game strategy!

Buy semaglutide here Buy anabolic steroids purchase